ফ্রেন্ডস্ ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)

Friends In Village Development Bangladesh (FIVDB)

সর্বশেষ:

উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ

এফআইভিডিবি লবি-এডভোকেসী কার্যক্রমের দ্বারা জাতীয় নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করে থাকে। প্রধানত বিভিন্ন বেসরকারী সংস্থা ও নাগরিক সমাজের জোট যেমন-গণসাক্ষরতা অভিযান, এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন, সেন্টার ফর পলিসি ডায়লগ,এএলআরডি, নিরাপদ, ফেডারেশন অব এনজিওস প্রভৃতি সংস্থার সঙ্গে সহযোগীতামূলক সম্পর্কেও ভিত্তিতে লবি-এডভোকেসী কার্যক্রম পরিচালিত হয়।

ক্রমসংস্থাসমূহের নামক্যাটাগরী
০১গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারআর্থিক ও কারিগরি সহযোগী
০২বিএনএফইআর্থিক ও কারিগরি সহযোগী
০৩ইউনিসেফআর্থিক সহযোগী
০৪ইউনেস্কআর্থিক সহযোগী
০৫ডেনচার্চ এইডআর্থিক সহযোগী
০৬মানুষের জন্য ফাউন্ডেশনকারিগরি সহযোগী
০৭ডিএফআইডিআর্থিক সহযোগী
০৮সেইভ দা চিলড্রেন ইন্টারন্যাশনালআর্থিক ও কারিগরি সহযোগী
০৯ইউএসএআইডিআর্থিক সহযোগী
১০আগা খান ফাউন্ডেসনআর্থিক ও কারিগরি সহযোগী
১১জেমস্ পি গ্রান্ট স্কুল এন্ড পাবলিক হেলথকারিগরি সহযোগী