ফ্রেন্ডস্ ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)

Friends In Village Development Bangladesh (FIVDB)

সর্বশেষ:

কর্ম কৌশল

সামাজিক নিরাপত্তাবেষ্ঠনী শক্তিশালীকরণের লক্ষ্যে এফআইভিডিবি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বপক্ষতায় ব্যাপৃত। সংস্থা জনগোষ্ঠী, নাগরিক সমাজ,সরকার এবং বেসরকারী খাতের সঙ্গে সহযোগীতার ভিত্তিতে কাজ করে থাকে।

কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এফআইভিডিবি কর্মীবাহিনীকে প্রয়োজনীয় লজিষ্টিক্স সরবরাহ করা হয় যথাসময়ে এবং পর্যাপ্ত পরিমাণে। এর ফলে কাজের গতি ও দক্ষতাগত অর্জন পূর্ণ মাত্রায় পাওয়া যায়। এক্ষেত্রে সংস্থার প্রতিটি কর্ম-এলাকায় প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার, মোটরবাইক সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হয়।

শিক্ষা, সাক্ষরতা, জীবিকায়ন ও মানবোন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এফআইভিডিবি গত ৩০ বছর ধরে বৃহত্তর সিলেট বিভাগে ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনা করে আসছে। বর্তমানে এই ক্ষুদ্রঋণ উপকারভোগীর সংখ্যা পঁচিশ হাজারের উপর নারী-পুরুষ, যদিও অনেকেই ভিজিডি প্রোগ্রামের প্রশিক্ষণ ও সেবা পেয়ে পর্যায়ক্রমে এফআইভিডিবি-ও নিজস্ব ক্ষুদ্রঋণ কার্যক্রমের সদস্য হিসেবে সম্পৃক্ত হয়েছেন। বর্তমনে ক্ষুদ্রঋণ কর্মসূচি প্রসার ও বি¯তৃতকরনের লক্ষ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ছাড়াও অন্যান্য বানিজ্যিক  ব্যাংক যেমন আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড, ট্রাষ্ট ব্যাংক লিমিটেড , মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড ও সোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের সহায়তা নেওয়া হচ্ছে।